টিসিবির স্মার্ট কার্ড নিয়ে তালবাহানার প্রতিবাদে মানববন্ধন

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জে টিসিবির স্মার্ট কার্ড নিয়ে তালবাহানা ও ন্যায্য মূল্যের পণ্য থেকে সাধারণ নাগরিকদের বঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।

বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন পুরাতন কার্ডধারীরা।

মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, জানুয়ারিতে আমরা নতুন টিসিবির স্মার্ট কার্ডের জন্য টিসিবি পণ্য পাওয়া থেকে বঞ্চিত হয়েছি। নতুন কার্ড হাতে পেতে আমাদের অনেক সময় লাগবে। যার কারণে এ নতুন কার্ড না পেলে টিসিবি পণ্য থেকে বঞ্চিত হতে হবে। এতে করে আমাদের সংসারের খরচ বেড়ে যাবে। তাই যে পর্যন্ত নতুন কার্ড আমরা হাতে না পাবো সে পর্যন্ত পুরাতন কার্ড দিয়ে সুবিধা দিতে হবে। বর্তমানে আমরা খোজ পেয়েছি ডিলারদের কাছে পন্য এসেছে কিন্তু কার্ড না পাবার ফলে পন্য পাচ্ছি না। ওটিপির সিস্টেম করেছে কিন্তু অনেকে মোবাইল না নিয়ে আসার কারনে ওটিপি দিতে না পেরে পন্য পাচ্ছিনা।

তারা আরও জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড না পাওয়া সাধারণ নাগরিকদের আশ্বস্ত করলে তা ব্যর্থ  হওয়ায় ২য় দফায় আবারও ন্যার্য্য মূল্যের পণ্য থেকে সাধারণ নাগরিকদের বঞ্চিত করার দাবিতে  প্রতিবাদ ও বিক্ষোভ করছি। স্মার্ট ফ্যামিলি  কার্ডের জটিলতার জন্য এ মাসে ২ লক্ষ ১হাজার ৪২০ জন কার্ডধারীর মধ্যে টিসিবি’র পন্য পাবে ১লক্ষ ৪৪ হাজার। প্রতি দুই মাস পর পর কার্ড বদল হয়। অনেকেই যার ফলে কার্ড পায় না।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com