১৬নং ওয়ার্ড বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১দফা লিফলেট বিতরণ

প্রেসবাংলা ২৪. কম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে শহরের জিমখানা লেক পাড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে ১৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের ডিআইটির বিভিন্ন দোকান, পথচারী ও বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকদের মাঝে লিফলেট বিতরণ করেন।
মহানগর ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আক্তার হোসেন, সরকার আলম, শেখ সেলিম আহমেদ, আলমগীর হোসেন চঞ্চল, মাকিত মোস্তাকিম শিপলু, কাজী নাঈম, আল আরিফ, ১৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন, সহ- সভাপতি আবুল হাসেম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, গত ১৫টি বছর শেখ হাসিনার জন্যই বাংলাদেশ চলেছে পার্শ্ববর্তী দেশ ভারতের কথায়। বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের কথায় চলার জন্য নয় আর ভারতের কথা বাংলাদেশ চলবেনা। ভারত শেখ হাসিনাকে রক্ষা করতে বাংলাদেশের গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়েছিল। কিন্তু এদেশের মানুষ চায় তাদের গণতন্ত্র ও ভোটের অধিকার। সর্বক্ষেত্রে দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য। দেশে সুশাসন প্রতিষ্ঠিত হলেই দেশের মানুষের শান্তিতে থাকতে পারবে। কিন্তু ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে নিয়ে ষড়যন্ত্র করছে।
সভাপতির বক্তব্যে আল আমিন প্রধান বলেন, বিগত ১৬ টি বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি বলেই পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলন সফল হয়েছে। এ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিএনপির ওয়ার্ড থেকে শুরু করে সকল পথে নেতারা হামলা মামলা শিকার হয়েছিল। আর পাঁচে আগস্টের পর পরে এই অন্তবর্তীকালীন সরকার গঠন হয়েছিল। আমরা অন্তবর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা দ্রুত সংস্কার করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।