নারায়ণগঞ্জে ক্রীড়া জগতের বিভক্তি চাই না : মাসুদুজ্জামান

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জে শুরু হয়েছে চব্বিশের স্মৃতি একাডেমি কাপ অনূর্ধ্ব ১৩ ফুটবল টুর্নামেন্ট। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে ফতুল্লার ইসদাইরে পৌর ওসমানী স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. মাসুদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদুজ্জামান বলেন, নারায়ণগঞ্জে ক্রীড়া জগতের বিবক্তি দেখতে চাইনা। আমরা চাই একটি স্থান থেকে সমস্ত খেলাধুলা হোক। ক্রিকেট, ফুটবল আউপডোর ইনডোর সকল খেলা। এ খেলা নিয়ে কোন প্রকার রাজনীতি গ্রহনযোগ্য হবে না বলেও জানান তিনি।

মডেল গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং নারায়ণগঞ্জ জেলা শিশু কিশোর ঐক্যজোট‘র আয়োজনে এই টুর্নামেন্ট শুরু হয়েছে। ২৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত গ্রুপভেদে একাধিক ম্যাচের মাধ্যমে এই টুর্নামেন্ট চলবে। চারটি গ্রুপে নারায়ণগঞ্জের ১৮ টি ফুটবল একাডেমির খুদে খেলোয়াররা টুর্নামেন্টে অংশ নিয়েছে।

সাবেক জাতীয় ফুটবলার ও টুনার্মেন্ট কমিটির আহ্বায়ক সম্রাট হোসেন এমিলি টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ফুটবল কোচ ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব খলিলুর রহমান দোলন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. মাসুদুজ্জামান।

এরপর বেলুন উড্ডয়নের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এরপর টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়ারদের সাথে সাক্ষাৎ করেন মাসুদুজ্জামান। পরবর্তীতে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি বনাম কাশিপুর ফুটবল কো. সেন্টারের ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ফুটবলার রেজাউল করিম লিটন, সাবেক ক্রিকেটার শাহারিয়ার হোসেন বিদ্যুৎ, সাবেক ফুটবলার আজমল হোসেন বিদ্যুৎ, ফুটবলার ওয়ালী ফয়সাল, সুলতান আহমেদ, শহীদ হোসেন স্বপন। আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশন‘র সভাপতি ফারহানা মানিক মুনা, সাবেক কাউন্সিলর অহিদুল ইসলামসহ অনেকে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com