শেখ হাসিনা দেশটা তলাবিহীন ঝুড়িতে পরিনত করে পালিয়ে গেছেন: মশিউর রনি
প্রেসবাংলা ২৪. কম: দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র জন্মদিন ও সাম্প্রদায়িক সহিংসতা এবং সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এনায়েতনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহোযোগি সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ আগষ্ট ) বিকেলে পশ্চিম মাসদাইর বাইতুল আকছা জামে মসজিদ সংলগ্ন রোডে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, শেখ হাসিনা দেশটা তলাবিহীন ঝুড়িতে পরিনত করে পালিয়ে গেছেন। তাদের কর্মকান্ডের কারনে বিশ্বে বাংলাদেশ সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিত পেয়েছে। মানুষ তাদের অত্যাচারের শিকার হয়ে সহ্য করতে না পেরে এই স্বেরাচারদের পতন ঘটিয়েছে। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশকে আবারও সুন্দর সুষ্ঠ দেশ গড়ে তুলবো।
কোন সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকলে বিএনপি করতে পারবে না। জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন সাহেব অসুস্থ থাকার কারনে উপস্থিত হতে পারেনি। তিনি আমাকে বলতে বলেছেন যে যারা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করবে, সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হবে তারা আমার সঙ্গে থাকতে পারবে না। কারণ বিএনপি একটি সন্ত্রাস মুক্ত দল।
ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট বারী ভুইয়া বলেন, ৪ ও ৫ আগস্ট মিছিলে এতোলোক পাই নাই। আমি চিন্হিত করে রেখেছি। তারা সুবিধাবাদি, সুবিধাবাদিদের নিয়ে দল করা যায় না। যারা দলের দূর্দিনে পালিয়ে থাকে, তাদের নিয়ে রাজনীতি করা যায়না। যারা মাঠের কর্মী সে ছোটহোক বড়হোক তাদের চেয়ার দিতে হবে, মূল্যায়ন করতে হবে।
এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. এস এম মাহমুদুল হক আলমগীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আবদুল বারী ভূঁইয়া, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরিফ মায়া, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার খন্দকার, জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি আমির হোসেন বেপারী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ ও এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনির হোসেন অসংখ্য নেতৃবৃন্দ।