ভাষা সৈনিক সামসুজ্জোহার স্মরনে জেলা আ’লীগের দোয়া
প্রেসবাংলা ২৪. কম: ভাষা সৈনিক সামসুজ্জোহার ৩৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২০ ফেব্রুয়ারী ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ভাষা সৈনিক সামসুজ্জোহার ৩৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বীরুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিয়াজুল ইসলাম খান, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর ড. শিরিন বেগম, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সদর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সওদাগর খান, সদর থানা যুবলীগ এর সাধারণ সম্পাদক এস এম সালেহ আহম্মেদ খোকন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ এড. মোঃ স্বপন ভূঁইয়া, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জসিম উদ্দিন, শ্রমিক নেতা মোঃ মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা মোঃ বিপ্লব, মোঃ কামরুল প্রমুখ।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ মো. বাদল বলেছেন, জোহা সাহেব ছিলেন নেতাদের নেতা। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য। একটা সময় তার বাড়ি নিলামে উঠেছিলো, শ্রমিকদের টাকায় বাড়ি ফিরে আসে। জোহা সাহেবের পরিবারের সকল সদস্যরা মানুষের কল্যানে কাজ করে। তাই মানুষ দল বেধে ছুটে যায় ঐ পরিবারের কাছে।
তিনি আরও বলেন, আপনারাই নৌকার শক্তি। নৌকার পক্ষ নিয়ে প্রতিটা ঘরে ঘরে চলে যান। দেশকে দুর্বার গতিতে এগিয়ে নিতে যে সরকার নিরলস প্ররিশ্রম করছে তার শ্লোগান শেখ হাসিনার সরকার, বারবার দরকার, ঘরে ঘরে পৌছে দেন।