শেখ মঈনুদ্দিন চিশতী’ স্মরনে ২১ তম বাৎসরিক দোয়া

প্রেসবাংলা ২৪. কম: ওলিদের ওলি হিন্দের সুলতান খাজা শেখ মঈনুদ্দিন চিশতী (রাঃআঃ) স্মরনে ২১ তম বাৎসরিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারী) বাদ যোহর নামাজের পর গলাচিপা জামে মসজিদ সংলগ্ন ডি এন রোড থান কাপড়ের মার্কেটে রাজা হোসেন ও শাহরিয়া হোসেন সঞ্চালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ শেষে মোনাজাতে প্রায়াত সাংসদ নাসিম ওসমান গোলাম রব্বানী খান, বর্তমান সাংসদ সে‌লিম ওসমান, মুলকুতু রহমান,আপ্তাবউদ্দীন কমিশিনার,আওয়ামীলীগ নেতা কামাল উদ্দীন,বাদশা মিয়া,আওলাদ হোসেন সহ এলাকার সকল মৃত্য ব্যক্তিদের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতীর কল্যাণ কামনা করে দোয়া করা হয় । এসময় দোয়া পরিচালনা করেন গলাচিপা জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন।

আনন্দ ধা‌মের চেয়ারম্যান তান‌ভির হায়দার খা‌নের উ‌দ্যো‌গে আরো উপস্থিত ছিলেন, মোঃ রাজা, মোঃ গোলাম হোসেন, মোঃ পারভেজ, মোঃ জাহাঙ্গীর, মোঃ জিয়া, মোঃ ফিরোজ, মোঃ কামাল, মোঃ মালুম, মোঃ আশরাফ, মোঃ আলিফ, মোঃ উৎসব, মোঃ সুমন, মোঃ কামাল-২, ফরিদ আহম্মেদ রিপন, মোঃ আরিফ, মোঃ সেলিম, মোঃ মাসুদ, মোঃ আনোয়ার, মোঃ টিটু প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com