না’গঞ্জ সদর থানা ও নয়টি ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রেসবাংলা ২৪. কম: নারায়নগঞ্জ সদর থানা ও নয়টি ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সম্মেলন সর্ম্পুন করার লক্ষ্যে প্রুস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ( ১২ জানুয়ারী) সন্ধায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্য্যলয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সুব্রত প্রকায়স্ত।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের উপ- মহিলা বিষয়ক সম্পাদক উর্মি ঢালী,সদস্য টিপু সুলতান, নারায়নগন্জ জেলা সেচ্ছাসেবক লীগের নেতা ও সাবেক ভিপি জামির হোসেন রনি, মহানগর সেচ্ছাসেবক লীগের নেতা মো, কায়েকোবাদ রুবেল, সাইফুদ্দিন আহম্মেদ দুলাল, জুয়েল হোসেন, রফিকুল ইসলাম জয়,ইমরান হোসেন, মোঃ সজিব,সহ প্রমূখ।
আলোচনা শেষে সদর থানা ও নয়টি ওয়ার্ড কমিটির সম্মেলনের তারিখ ঘোষণা করেন কেন্দ্রীয় নেতা সুব্রত প্রকায়স্ত, তিনি জানান আগামী ২৪ শে ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে ২৭ শে ফেব্রুয়ারী শেষ হবে। প্রযায়ক্রমে বাকী ওয়ার্ড, থানা, উপজেলা, মহানগর ও জেলার সম্মেলনও সম্পূর্ণ করা হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com