১৭ নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক পদে আলোচনায় এসএম আসাদ উল্লাহ

১৭ নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক পদে আলোচনায় এসএম আসাদ উল্লাহ

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: দীর্ঘ প্রায় ২২ বছর পর হতে চলছে নারায়ণগঞ্জ মহানগরের আওতাধিন ১৭ নং ওয়ার্ড (পাইকপাড়া) আওয়ামীলীগের সম্মেলন। আগামী ২৮ জানুয়ারী এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

দীর্ঘ দিন পর ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চলের সৃষ্টি হয়ে। নতুন নেতৃত্বে আসার জন্য নেতাকর্মীরা নিজ নিজ বলয় থেকে লবিং করছেন।

১৭ নং ওয়ার্ড (পাইকপাড়া) আওয়ামীলীগের নেতাকর্মীদের সুত্রে জানা গেছে, সর্বশেষ ২০০১ সালে ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সম্মেলনে এবিএম সোহরাব হোসেন সভাপতি ও আনিস উদ্দিন আহমেদ সাধারন সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘ দিন সম্মেলন না হওয়ায় ওয়ার্ড আওয়ামীলীগের কার্যক্রমে কিছুটা স্থবিরতা নেমে আসে। বর্তমানে ২৮ জানুয়ারী ১৭ নং ওয়ার্ড (পাইকপাড়া) আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে ওয়ার্ড আওয়ামীলীগের পদ প্রত্যাশীরা মাঠে রয়েছেন।

১৭ নং ওয়ার্ড (পাইকপাড়া) আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদে আলোচনার তুঙ্গে রয়েছে বর্তমান ওয়ার্ড যুবলীগের সভাপতি এসএম আসাদ উল্লাহ।

১৭ নং ওয়ার্ড (পাইকপাড়া) আওয়ামীলীগের নেতাকর্মীরা জানান, ছাত্র রাজনীতি দিয়ে শুরু করা এসএম আসাদ উল্লাহ আওয়ামীলীগের নিবেদীত প্রাণ একজন কর্মী। ১৯৮৪ সাল থেকে ১৯৮৭ পর্যন্ত ওয়ার্ড ছাত্রলীগের সভাপতির দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন এসএম আসাদ উল্লাহ। এরপর ১৯৮৮ সালে ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে ওয়ার্ড যুবলীগের সভাপতি নির্বাচিত হয়ে অদ্যাবধি সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছেন। যুবলীগকে গতিশীল করতে গুরত্বপূর্ন ভূমিকা রাখেন এসএম আসাদ উল্লাহ।

আগামী ২৮ জানুয়ারী অনুষ্ঠিতব্য ১৭ নং ওয়ার্ড (পাইকপাড়া) আওয়ামীলীগের সম্মেলনে সাধারন সম্পাদক প্রার্থী এসএম আসাদ উল্লাহ। তৃনমূল নেতাকর্মীদের অভিমত, ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এসএম আসাদ উল্লাহ ১৭ নং ওয়ার্ড (পাইকপাড়া) আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হলে ওয়ার্ড আওয়ামীলীগের কার্যক্রমে গতিশীলতা আসবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com