বন্দরের মাদক সম্রাট বাবু শিকদার ইয়াবাসহ চট্রগ্রামে গ্রেফতার

বন্দরের মাদক সম্রাট বাবু শিকদার ইয়াবাসহ চট্রগ্রামে গ্রেফতার

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: চট্রগ্রামের মিরসরাই থানা পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার ৮’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ বন্দরে মাদক সম্রাট বাবু শিকদার (৩৮)কে গ্রেফতার করেছে।

গত সোমবার (১০ অক্টোবর) বিকেলে চট্রগ্রাম জেলার মিরসরইল থানার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর এলাকা থেকে ওই মাদক সম্রাটকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতারকৃত মাদক সম্রাট বাবু সিকদার নারায়ণগঞ্জের বন্দর থানার ছালেহনগর এলাকার মজিদ শিকদারের ছেলে। এছাড়াও মাদক সম্রাট বাবু শিকদার নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর হান্নান সরকারের একনিষ্ঠ কর্মী বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বাবু শিকদার জানায়, সে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে। এই ইয়াবাগুলো রাজধানীর বিভিন্ন মাদকসেবীর কাছে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল ।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, সোমবার বিকেলে ঢাকাগামী যাত্রীবাহী বাসে মাদকবিরোধী অভিযান চালাকালে মাদক ব্যবসায়ী বাবু শিকদার পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়া সময় তাকে আটক করা হয়। পরে তার সাথে থাকা একটি কালো ব্যাগে তল্লাশী চালিয়ে ২ হাজার ৮ শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি বিরুদ্ধে সংশ্লিস্ট থানায় মাদক আইনে মামলা রুজু করে সংশ্লিষ্ট আদালতে তাকে প্রেরণ করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com