নাস্তা কিনতে বের হয়ে ফিরলেন লাশ হয়ে

নাস্তা কিনতে বের হয়ে ফিরলেন লাশ হয়ে

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আব্দুল কাইয়ুম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। সকালে নাস্তা কিনতে বের হওয়ার পর তার নিহত হওয়ার খবর পায় স্বজনরা।

শনিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের ইকবারদি বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

আব্দুল কাইয়ুম ওই এলাকার মোজাম্মেল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে নাস্তা কেনার জন্য বাসা থেকে হোটেলের উদ্দেশ্যে বের হয়েছিল কাইয়ুম। এর কিছুক্ষণ পরেই সড়কের পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তার শরীরে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হাওলাদার বলেন, নিহত যুবকের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাতেও আঘাতের চিহ্ন আছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও বলা যাচ্ছে না।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে, কারা এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com