গাঁজা ও ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের জেলা গোয়েন্দ পুলিশ (ডিবি) অভিযানে মাদক সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৪ মে) রাতে সোনারগাঁ উপজেলার কাশিপুর মাদ্রাসা সংলগ্ন ব্রীজের দক্ষিন পাশ থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় বলে জানায় ডিবি পুলিশ। আটককৃতরা হলো, সোনারগাঁও চেংগাইন খালপাড় এলাকার মো. সিরাজ মিয়ার ছেলে মো. জহিরুল ইসলাম(২৬) ও সোনারগাঁও কাশিপুর এলাকার বাহাউদ্দীন মিয়ার ছেলে মো. রনি হাসান (৩০)।
ডিবি পুলিশের বরাতে জেলা পুলিশ জানায়, শনিবার ডিবি পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ডিবি পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. তরিকুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের চৌকস দলটি এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদেরে আটকের চেষ্টা অব্যহত রেখেছেন। এ সংক্রান্তে সোনারগাঁ থানার মামলা নং- ২৭, তারিখ- ১৪/৫/২০২২ রুজু করা হয়েছে।