না’গঞ্জের আদালতে ডা. মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন

প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জ আদালতে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে  মামলার আবেদন করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে মামলার আবেদন করা হয়।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত ‘খ’ অঞ্চলে  আবেদনটি করা হয়। তবে, বিষয়টি আদালত বিবেচনায় রেখেছেন। মামলার আবেদনটি করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাড. একেএম ওমর ফারুক নয়ন। বাদীর পক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. আবুল কালাম আজাদ জাকির আবেদন দাখিল করেন।

বাদীপক্ষের আইনজীবী এডভোকেট. আবুল কালাম আজাদ বলেন, মামলার আবেদন করা হয়েছে। বিষয়টি আদালত বিবেচনায় রেখেছেন। এখনও এই বিষয়ে কোনো আদেশ হয়নি। এছাড়া আসামি করা হয়েছে ডিজিটাল মাধ্যমে টকশোর উপস্থাপক নাহিদ হেলালকেও।

বাদী ওমর ফারুক নয়ন বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের নামে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য দিয়েছেন। সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নাতনি জাইমা রহমানকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও অশালীন মন্তব্য করেছেন। এসব অভিযোগে দন্ডবিধির তিনটি ধারায় মামলার আবেদন করা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com