রূপগঞ্জে ৮ বছরের শিশু ধর্ষণের শিকার

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮ বছর বয়সী কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন। গুরুতর অবস্থায় শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। এ ঘটনায় গত শনিবার (১২ ডিসেম্বর) রাতে শিশুর পিতা বাদী হয়ে থানায় মামলা করলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
শিশুর পিতা ও মামলার বাদী জানান, তার মেয়ের শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতালের চিকিৎসক। শিশুটি স্থানীয় একটি কিন্ডারগার্টেনে তৃতীয় শ্রেণিতে পড়ছে। সে তার বাবা-মায়ের একমাত্র কন্যা। গত রাতে মেয়ের সাথে কথা বলেছেন বাবা। তার মেয়ে আসামি কারও পরিচয় জানে না। তবে দেখলে চিনতে পারবে বলে জানিয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ভুক্তভোগী শিশু (৮) ও তার মামাতো বোন (৭) উপজেলার হাটাব সিটি মার্কেটের সামনে ছিল। সেখানে অজ্ঞাত পরিচয়ের ২-৩ জন ব্যক্তি তাদের খাবারের প্রলোভন দেখিয়ে মার্কেটের পেছনে নির্জন স্থানে নিয়ে যায়। অজ্ঞাত এক ব্যক্তির হাতে কামড় দিয়ে মামাতো বোন দৌড়ে পালায়। তবে ভুক্তভোগী শিশুটির মুখ চেপে ধরে রাখে আসামিরা। পালাতে সক্ষম শিশু এই ঘটনা বাড়ির লোকজনকে জানালে তারা ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় ভুক্তভোগী শিশুটিকে পায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় শিশুটিকে।
রূপগঞ্জ থানার পরিদর্শক (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামিদের চিহ্নিত করে তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। ভুক্তভোগী শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।