ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ভবন উদ্বোধন
প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার নব নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১২ ডিসেম্বর) দুপুরে চাষাঢ়া শহীদ মিনারে নব নির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
সংগঠনটির সভাপতি হাবিবুর রহমান শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতত ছিলেন বিকেএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ হাতেম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফটো জানালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হোসেন স্মীথ।
প্রধান অতিথি মোহাম্মদ হাতেম তার বক্তব্য বলেন, এখানে বিকেএমইএ’র নির্বাহী সভাপতি হিসেবে আসি নাই। আমি আসছি, একজন ফটোগ্রাফার হিসেবে। আমি ছাত্র জীবনে ফটোগ্রাফি করেছি, ফটোগ্রাফি করতে গিয়ে দেশে বিদেশে গিয়েছে। সেই থেকে ফটো সাংবাদিক বা ফটো গ্রাফির প্রতি আমার আলাদা একটি টান রয়েছে। নারায়ণগঞ্জের সাংবাদিকদের পাশাপাশি ঢাকারও প্রতিটি পত্রিকার সাংবাদিকদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক, এই সম্পর্ক আছে এবং থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দৈনিক অগ্রবাণীর সম্পাদক হারুন অর রশিদ স্বপন, দৈনিক ইয়াদের সম্পাদক তোফাজ্জল হোসেন, সিনিয়র ফটো সাংবাদিক প্রণব রায় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ সহ বিভিন্ন পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকগন উপস্থিত ছিলেন।