অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য এবারও প্রার্থী হয়েছি : ওমর ফারুক

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ভোট প্রত্যাশী মোঃ ওমর ফারুক বাড়ী বাড়ী গিয়ে প্রচারণা চালাচ্ছেন । বক্তাবলী ইউপি নির্বাচনে ৪নং ওয়ার্ডে পুনরায় ব্যাবসায়ী মোঃ ওমর ফারুককে চাচ্ছে এলাকাবাসী।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওমর ফারুকের পোস্টার, প্যানা, ফেস্টুন ও ব্যানার শোভা পাচ্ছে। পাড়া-মহল্লা, চায়ের টেবিলসহ বিভিন্ন আড্ডায় আলোচনা হচ্ছে ওমর ফারুকের নাম।

সরেজমিন ঘুরে এলাকাবাসীর কাছে জানা যায় যে, এবারও বক্তাবলী ইউপি নির্বাচনে মেম্বার হিসেবে দেখতে চান ওমর ফারুকে। রাজাপুর ও গঙানগরের স্বপ্ন পূরণে ওমর ফারুকের এর বিকল্প নেই বলে জোরদার আলোচনা চলছে এলাকার প্রতিটি মহল্লার অলি গলিতে । ইতিমধ্যে প্রচার-প্রচারণায় তিনি রয়েছেন সবার শীর্ষে।

ওমর ফারুক বলেন, সমাজের অবহেলিত জনগোষ্ঠী ও এলাকার মানুষের জন্য কাজ করা আমার স্বপ্ন। ৪নং ওয়ার্ড (রাজাপুর ও গঙানগর) এই এলাকার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য রাজাপুর ও গঙানগরবাসীর কাছে সমর্থন দোয়া ও ভোট প্রার্থনা করছি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com