৩ ব্যবসায়ীকে কু‌পি‌য়ে‌ছে নয়ামাটির চাঁদাবাজরা

প্রেসবাংলা ২৪. কম:  ঝুট সন্ত্রাসী ও মাদক ব‌্যাবসায় বাধা দেওয়ার জের ধ‌রে ১নং রেল গেইট এলাকার ৩ গা‌র্মেন্টস এ‌ক্সে‌সো‌রিজ ব‌্যাবসায়ী‌কে হত‌্যার উ‌দ্দে‌শ্যে কু‌পিয়ে মারাত্মকভা‌বে রক্তাক্ত জখম ক‌রে‌ছে ১নং রেল গেইটস্থ রিভার ভিউ মা‌র্কেট, নয়ামা‌টি, টানবাজার ও রে‌লিবাগান এলাকার চি‌হ্নিত ঝুট সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব‌্যবসায়ী সুমন, মতিন, রশিদ ও মাসু‌ম।

মঙ্গলবার দুপু‌র ১টার দি‌কে টার্মিনাল ঘাট হতে আল-জয়নাল প্লাজা ও রিভার ভিউ মার্কেটের গলি দিয়ে টানবাজার রোডে আসার সময় আহতদের পথ‌রোধ ক‌রে দেশীয় অস্ত্র দি‌য়ে তা‌দের এ‌লোপাথারী কুঁপি‌য়ে জখম ক‌রে সন্ত্রাসীরা। প‌রে আহত‌দের নারায়ণগঞ্জ জেনা‌রেল ভি‌ক্টো‌রিয়া হাসপাতা‌লে চি‌কিৎসা শে‌ষে নারায়ণগঞ্জ সদর ম‌ডেল থানায় এক‌টি লি‌খিত অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রেন ১নং রেল গেইট এলাকায় গার্মেন্টস এক্সেসরিজ ব‌্যবসায়ী জ‌নৈক সজিব রায় অভি।

লি‌খিত অ‌ভি‌যো‌গে তি‌নি উ‌ল্লেখ ক‌রেন, আমি সজিব রায় অভি(৩৫), পিতা- দুলাল রায়, সাং- ১নং রেল গেইট, থানা ও জেলা নারায় আমায় হাজির হইয়া বিবাদী ১। সুমন (৪৮), পিতা- হাবিবুর রহমান, ঠিকানা- বন্দর, নারায়ণগঞ্জ, ২। মতিন (৪৮), পিতা- অজ্ঞাত, সাং-দেওভোগ পাকা রোড, ৩। রশিদ(২৫), পিতা, সাং জল্লারপাড়া, ৪। জুম্মান (৩০), পিতা- অজ্ঞাত, সাং-বাণী বাগান, ৫। পিচ্ছি মাসুম (৩৫), পিতা অজ্ঞাত, সাং- নিমতলা, সর্ব থানা ও জেলা- নারায়ণগ‌ঞ্জের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, আমরা দীর্ঘদিন যাবৎ ১নং রেল গেইট এলাকায় গার্মেন্টস এক্সেসোরিজ তার ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছি।

উপরোল্লিখিত বিবাদীগণ গত প্রায় ৮/৯ বৎসর যাবৎ অত্র থানাধীন রিভার ভিউ মার্কেট এ বিভিন্ন নেতা কর্মীদের নাম ব্যবহার করিয়া জুট ও গেঞ্জির ব্যবসার আরালে সকল প্রকার মাদকের কারবারি পরিচালনা করিয়া আসিতেছে।

উক্ত বিষয়ে আমরা জানতে পে‌রে সামাজিক ভাবে আলাপ আলোচনা করিয়া পর্যায়ক্রমে কয়েকবার বিবাদীগণকে অবৈধ মাদকের ব্যবসা পরিচালনা করিতে বাধা নিষেধ করায় আমাদের সকলকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি সহ যেকোন মুহুর্তে আমাদের হত্যা করিয়া লাশ গুম করিয়া দেওয়ার হুমকি প্রদর্শন করেন। তাহারই ধারাবাহিকতায় অন্য ০২/০৯/২০২১৪) তারিখ দুপুর অনুমান ১:০০ ঘটিকার। সময় আমাদের পাশ্ববর্তী ব্যবসায়ী ১। কৃষ্ণা সাহা (৩১), পিতা- গৌরাঙ্গ সাহা, ২। আদুল খালেক(৩৫), পিতা- পিয়ার হোসেন, ৩। হিরা(২৫), পিতা- কুদ্দুস গা গেইট, থানা ও জেলা- নারায়ণগঞ্জণ টার্মিনাল ঘাট হইতে আল-জয়নাল প্লাজা ও রিভার ভিউ মার্কেটের গলি দিয়ে টানবাজার রোড এ আসার সময় পথিমধ্যে দোকানের সামনে উপস্থিত হইলে উপরোক্ত বিবাদীগণ সহ আরো অজ্ঞাতনামা ৪/৫ জন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হ‌য়ে প্রকাশ্য দিবালোকে আমাদের পথ রোধ করিয়া আমরা কোন কিছু বুঝে ওঠার আগেই ১.২৫ না বিবাদীর হাতে থাকা ধারালো বড় ছুড়ি দিয়ে এলোপাথারী কোপ মারিয়া কৃষ্ণা সাহার বাম হাতের উপরের অংশে, আব্দুল খালেক এর ডান হাতের কুনই এর উপরের অংশে এবং জিয়া এর বাম হাতের উপরের অংশে মারাত্মক কাটা রক্তাক্ত জনম করে। রক্তাক্ত অবস্থায় পাকা রাস্তার উপরে পড়ে গেলে উপরোক্ত বিবাদীগণ সহ অজ্ঞাতনামা লোকজন এলোপামারী লাথি ঘুশি মেরে তাহাদের শরীরের বিভিন্নস্থানে নীলা ফুলা জখম করে। রক্তাক্ত ও আধমরা অবস্থায় ডাক চিৎকার করিলে এবং আশে পাশের লোকজন আগাইয়া আসিলে উপরোক্ত বিবাদীগণ তাহাদের সহ বিবাদীগনের মাদক ব্যবসায় বাধা প্রদানকারী সকলকে খুঁজে খুঁজে মারবে এবং প্রয়োজনে প্রাণে মারিয়া লাশ ধম করিয়া ফেলবেন। বিবাদীগণ খুব খারাপ প্রকৃতির লোক, তারা যেকোন সময় পুনরায় আমাদের উপরও হামলা করিয়া আমাদের বড় ধরনের ক্ষতি সাধন করিতে পারেন। কব্জা, আব্দুল খালেক ও হিরা গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে স্থানীয় লোকজন তাহাদের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং সংবাদ দিলে আমরা উপস্থিত হইয়া চিকিৎসার ব্যবস্থা করি। চিকিৎসা শেষে উক্ত বিষয়ে গন্যমান্য ব্যক্তিবর্গকে অবগত করিয়া থানায় উপস্থিত হইয়া লিখিত জানাইতে বিলম্ব হইল।

এ‌দি‌কে, অ‌ভি‌যো‌গের সত‌্যতা স্বীকার ক‌রে নারায়ণগঞ্জ সদর ম‌ডেল থানার এস.আই না‌হিদ মাসুম এ প্রতি‌নি‌ধি‌কে ব‌লেন, ‘অ‌ভি‌যোগ পে‌য়ে‌ছি, খুব দ্রুত বিষয়‌টির সুষ্ঠু তদন্ত ক‌রে অ‌ভিযুক্ত‌দের আই‌নের আওতায় আনা হ‌বে। অপরাধী‌দের কোন ছাড় দেওয়া হ‌বেনা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com