মাঠ চষে বেড়াচ্ছেন জাকির, অন্যদের দেখা নেই!
প্রেসবাংলা ২৪. কম: আলীরটেক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী নির্বাচন করলেও মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাকির হোসেন। এলাকার প্রতিটি মানুষের দ্বারে দ্বারে গিয়ে নৌকার জন্য ভোট চাইছেন তিনি। এ দিকে তার আসার খবর শুনে কেউবা নিয়ে আসছেন ফুলের মালা কেউবা মিষ্টি। নিজের হাতে মালা পড়িয়ে দিচ্ছেন চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনকে।
জানা যায়, ২০১১ নির্বাচনের পর তিনি এলাকায় বিপুল পরিমান উন্নয়ন করে এলাকাবাসীর মনে জায়গা করে নিয়েছিলেন জাকির। তারপর থেকে এলাকাবাসীর সুখে দু:খে তাকে পাশে পেয়েছেন নিজেদের স্বজনের মতো করে। ২০২১ সালে নির্বাচন করবেন এমন ঘোষনা শুরু হবার পরপরই আবারও এলাকাবাসীর আনন্দে উচ্ছাস্বিত হয়। শেষতকে দলীয় মনোনয়ন নিয়েই নির্বাচনে আনুষ্ঠানিকভাবে মাঠে নামেন তিনি।
২৯ অক্টোবর শুক্রবার প্রথম নির্বাচনী গণসংযোগ করেই তাক লাগিয়ে দিয়েছেন। এলাকার সাধারণ মানুষদের সরব উপস্থিতিই জানান দেন তার জনপ্রিয়তার কথা। পায়ে হেঁটে জনতার সাথে আলীরটেকের প্রতিটি গ্রামেই ঘুড়েছেন। ভোটার দের সঙ্গে কুশল বিনিময় করেছেন। ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। কেউ ফুল হাতে আবার কেউ মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানাতে প্রিয় চেয়ারম্যান প্রার্থীকে।
আলীরটেক বাসী জানান, জাকির হোসেন নিরীহ মানুষের বন্ধু। যেকোন বিপদে আপদে তাকে পাশে পাওয়া যায়। এলাকার উন্নয়নে তিনি সরকারী তাহবিলের পাশাপাশি ব্যক্তিগত অর্থায়নেও নানা কাজ করেছেন। আগামী ১১ নভেম্বর নির্বাচনে তার জয় সুনিশ্চিত বলেও জানান তারা।
অন্যদিকে, নৌকা প্রতীকে জাকির হোসেন আকাশচুম্বী জনপ্রিয়তার কাছে তুচ্ছ বাকী দুই চেয়ারম্যান প্রার্থী বলে জানিয়েছেন আলীরটেক বাসী। তাদের মতে, সতন্ত্র প্রার্থী এবং ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীকে এখনো পর্যন্ত নির্বাচনী মাঠে অংশগ্রহন করতে দেখা যায়নি।
এলাকাবাসী বলছেন, জাকির হোসেন সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় সহ ভোট কামনা করছেন। অন্য প্রার্থীদের দেখা এখনো মিলে নাই।