জাকিরকে কাছে পেয়ে জনগনের মাঝে উল্লাস 

প্রেসবাংলা ২৪. কম: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব জাকির হোসেন দ্বিতীয় দিনের মতো গণসংযোগ করেছে। গণসংযোগে জাকির হোসেন ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে গিয়ে মা বোনদের ব্যাপক সারা পেয়েছেন। মহিলাদের ব্যাপক সারা পেয়ে বয়স্ক মহিলাদের পায়ে সালাম নিয়ে দোয়া প্রার্থনা করেন। আর জাকির হোসেনকে কাছে পেয়ে আলীরটেকের সর্বস্তরের জনগনের মাঝে উল্লাসে পরিনত হয়।

শনিবার (৩০ অক্টোবর) বিকেল হতে রাত্র পর্যন্ত আলীরটেক ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঘরে ঘরে গিয়ে জাকির হোসেন গণসংযোগ করেন।

এদিকে জাকির হোসেন আলীরটেকে গণসংযোগে বের হয়েছে এমন সংবাদে জাকির হোসেনকে এক নজর দেখার জন্য নারী-পুরুষরা তাদের ঘর থেকে বের হয়ে আসেন। কিন্তু জাকির হোসেন নিজেই সকলের ঘরে গিয়ে নৌকার জন্য ভোট চান এবং দোয়া চান। আর নারী-পুরুষের মুখে একটাই সুর আমরা জাকির হোসেনকে চেয়ারম্যান হিসাবে পেতে চাই এবং সুখে শান্তিতে থাকতে চাই। আর জাকির হোসেনের নৌকার গণসংযোগে জনশ্রোতে পরিনত হয়।

এলাকাবাসী বলেন, জাকির হোসেন গতবার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার যে উন্নয়ন করেছেন তা নজিরবিহীন। অবহেলিত আলীরটেককে একটি মডেল ইউনিয়নে রূপ দিয়েছে। জাকির চেয়ারম্যান হওয়ার পর এলাকায় কোন সন্ত্রাস, ভূমিদস্যু ছিলো না। মানুষ শান্তিতে বসবাস করতে পেরেছে। আর গত ৫ বছর অন্য একজন চেয়ারম্যান হওয়ার পর এলাকায় কোন উন্নয়ন হয়নি। তাই এবার নির্বাচনে দলমত নির্বিশেষে প্রতীক দেখে নয় জাকির হোসেনকে ভোট দিয়ে নির্বাচিত করবো।

আলীরটেকে নৌকা প্রতীকের প্রার্থী জাকির হোসেনের গণসংযোগে তার সাথে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল গফুর, রাজা মিয়া, আলীনূর মোল্লা, মুক্তারকান্দি আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. শহীদুল্লাহ, সদর থানা যুবলীগের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, সরকার বাড়ি পঞ্চায়েতের সৈয়দ হোসেন সরকার, এসটি আলমগীর, শাহীন সরকার, যুবলীগ নেতা এসবি শাহীন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com