সাইফউল্লাহ বাদলের মনোনয়নপত্র দাখিল

প্রেসবাংলা ২৪. কম: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদল মনোনয়পত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার নির্বাচন অফিসে গিয়ে সাইফউল্লাহ বাদলের পক্ষে স্থানীয় আওয়ামীলী লীগের নেতৃবৃন্দরা মনোনয়পত্র জমা দেন। এদিকে নির্বাচন অফিসের দায়িত্বরত অফিসার সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার প্রদীপ চন্দ্র রায়ের কাছে মনোনয়পত্র জমা দেন।
সাইফউল্লাহ বাদলের পক্ষে মনোনয়নপত্র জমা দেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সহসভাপতি আশরাফুল আলম, সহপ্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ সাত্তার, কাশিপুর সমাজ উন্নয়ন সংসদের সাবেক নাসির উদ্দিন, আওয়ামীলীগ নেতা মো: জুয়েল, জিএম রাজু প্রমুখ।
এদিকে কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এম সাইফউল্লাহ বাদলকে আওয়ামীলীগের মনোনয়ন দিয়েছেন দলের প্রধান শেখ হাসিনা। তিনি সাইফউল্লাহ বাদলকে নৌকা প্রতীক দেন। দলীয় মনোনয়ন পাওয়ার পর কাশিপুরে আনন্দের উল্লাস দেখা দেয়। সাইফউল্লাহ বাদলের কোন প্রতিদ্বন্ধিতা না থাকায় তিনি বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ার পথে। আর বুধবার দলীয় টিকেট পাওয়ার পর বৃহস্পতিবার স্থানীয় নির্বাচন কমিশনার কার্যালয়ে সাইফউল্লাহ বাদলের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন।
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com