এলাকাবাসীকে নিয়ে মনোনয়ন জমা দিলেন রওশান আলী

প্রেসবাংলা ২৪.কম: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আলীরটেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রওশান আলী।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলায় নির্বাচন কমিশনের রির্টানিং অফিসারের কার্যালয়ে তিনি তার মনোনয়ন পত্র জমা দেন।
এ সময়ে তিনি এলাকাবাসীর দোয়া ও সর্মথন কামনা করেছেন তিনি। তিনি তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আমি ২ বার এলাকায় জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছি। এলাকাবাসীর পূর্ন সমর্থন নিয়েই মনোনয়ন পত্র জমা দিয়েছি। এলাকাবাসীর সমর্থন ও দোয়া কামনা করছি। ইনশাহ আল্লাহ নির্বাচিত হয়ে এলাকাবাসীর প্রত্যাশা পূরুনে সচেষ্ঠ হবো।