২৬নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক লীগের স্মরন সভা

প্রেসবাংলা ২৪.কম: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরনে স্মরন সভা, দোয়া ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ আগস্ট) বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৬নং ওয়ার্ডে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর মৃধা বলেছেন, বাংলাদেশে শেখ হাসিনার হাত ধরেই উন্নয়ন হচ্ছে। পদ্মা সেতুর মতো বিশাল প্রকল্প বাস্তবায়িত হয়েছে। একটা সময় নারায়ণগঞ্জ থেকে ঢাকা যেতে মানুষের দিন পার হয়ে যেতো, আর আজকে দেখেন ৩৫ মিনিট ঢাকা যাওয়া সম্ভব।

 

সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন বলেছেন, জন্মগ্রহন করলে মানুষের মৃত্যুর স্বাধ গ্রহন করতে হবেই। দুনিয়াতে কেউ চিরস্থায়ী না। এই ছোট্ট জীবনে মানুষের কল্যানে কাজ করলে মানুষ মৃত্যুর পরও স্মরন রাখবে।

 

তিনি আরও বলেন, বর্তমানে আওয়ামী লীগে অনেক ধরনের মানুষ আছে। কেউ কেউ দিনে শামীম ওসমান, দিনে আওয়ামী লীগ, রাতে অন্যকেউ। এমন লোক যেনো আমাদের সংগঠনের সঙ্গে জড়িত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

 

তিনি আরও বলেন, অনেকে বলে, আমি ভালো বক্তব্য দেই। আমি ভালো বক্তা না, আলোচক নয়। আমার হৃদয় থেকে যা আসে তাই বলি। কর্মীরাই আমার নেতা, সুস্থ লোকদের দলে নিবো। স্বেচ্ছাসেবক লীগে এমন কোন লোক আসতে পারবে না, যারা মাদকের সঙ্গে জড়িত। যারা ভূমিদস্যূর সঙ্গে জড়িত। তাদের স্থান স্বেচ্ছাসেবক লীগে নেই।

 

আক্তার হোসেনের সঞ্চালনায় এ সময়ে আরও উপস্থিত ছিলেন ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, ২৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু, ধামগড় ইউনিয়নের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম সিরাজ, কদম রসুল পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী জহিরুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মানিক শেখ, আব্দুল কাইয়ুম পলাশ, যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান কলম, রফিকুল ইসলাম জয়,সহ আইনজ বিষয়ক সম্পাদক সজীব মোল্লা, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com