পচা-বাসি খাবার রাখায় কাচ্চিভাইকে ৫০ হাজার জরিমানা

প্রেসবাংলা ২৪.কম: পচা-বাসি খাবার সংরক্ষণ সহ নানা অপরাধে নারায়ণগঞ্জের কাচ্চিভাই রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

সোমবার (২ আগস্ট) সকালে চাষাড়ার বালুরমাঠ এলাকায় নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান প্রসঙ্গে সেলিমুজ্জামান জানান, কাঁচা এবং রান্না করা খাবার একসঙ্গে ফ্রিজে সংরক্ষণ, কাপ ফিন্নির গায়ে মূল্য না দেয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ২০ হাজার ও ৪৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com