ভূয়া র্যাব পরিচয়ে আলীরটেকের জুয়েল ও রাতুলসহ আটক ৩
ষ্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: ভূয়া র্যাব পরিচয়ে আলীরটেক ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার দিদার সুলতানের ভাই জুয়েল ও রাতুল সহ ৩জনকে গ্রেফতার করা হয়।
শনিবার (৩১ জুলাই) রাত ১১.৩০ মিনিটে নগরীর জিমখানা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো সদর থানার আলীরটেক ইউনিয়নের আমান উল্লাহর ছেলে জুয়েল, মোঃ রাতুল এবং ফতুল্লা থানার ইসদাইরের মৃত আব্দুস সোবহানের ছেলে রুবেল।
এ বিষয়ে সদর থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন জিমখানর শান্তা বেগম এর বাসায় র্যাব-১১ এর সদস্য পরিচয় দিয়ে তল্লাশী করাকালে উক্ত আসামীদের হাতে-নাতে গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে যার নং ০১। পরে আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়।