দ্রুত বসবাসের উপযোগী হবে আনন্দবাড়ি বৃদ্ধাশ্রম-ডিসি
প্রেসবাংলা ২৪.কম: ২০১৬ সালে সদর উপজেলার কাশিপুরে সরকারি খাস জমিতে আনন্দবাড়ি নামক একটি বৃদ্ধাশ্রমের নির্মানের উদ্যোগ নিয়েছিলেন তৎকালিন জেলা প্রশাসক মো. আনিসুর রহমান মিঞা। সেই উদ্যোগ থেকেই ঐ বছরের ২ সেপ্টেম্বর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান। তবে শেষতকে আর দৃশ্যমান হয়নি বৃদ্ধাশ্রমটি।
দীর্ঘ ৪ বছর পর আবারও আনন্দবাড়ি নামক বৃদ্ধাশ্রমের কাজটি এগিয়ে নিতে নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। শনিবার (২৬ জুন) জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে পরিদর্শনে যান তিনি।
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরে এক একর জায়গায় নির্মিতব্য এ বৃদ্ধাশ্রমটি খুব দ্রুত প্রবীণদের জন্য নানা সুবিধাসহ বসবাসের উপযোগী করে গড়ে তোলা হবে বলে জানান।
পরিদর্শন কালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, কাশিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোমেন শিকদার প্রমুখ।