মুন্সিগঞ্জে প্রায় ৬০লাখ টাকার কারেন্ট জাল ধ্বংস

প্রেসবাংলা ২৪. কম: র‌্যাব-১১ এর অভিযানে মুন্সিগঞ্জ থেকে প্রায় ৬০ লাখ টাকার কারেন্টজাল জব্দ করা হয়েছে। বুধবার (২ জুন) মুন্সিগঞ্জ জেলার পঞ্চসার এলাকায় দুপুর থেকে বিকাল পর্যন্ত অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২৫জনকে অর্থদন্ড করা হয়।

র‌্যাব-১১ সহকারী পরিচালক এএসপি সম্রাট তালুকদার কর্তৃক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

মুন্সিগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২৫ জনকে ৫হাজার করে মোট ১লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ৩০লাখ ২৩হাজার ৫শ মিটার কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ৬০লাখ ৮৭ হাজার টাকা।

ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানাকৃত ব্যক্তিরা হলেন, মোঃ হাফেজ (৩৫), সবুজ (৩৪), বাচ্চু মিয়া (৩৭), ইউসুূূফ মিয়া (৩২), কবির হোসেন (৩৮), আমিনুল ইসলাম (২৭), ওমর ফারুক (৪৭), তহিদুল ইসলাম (৪২), মোঃ রিমন (৩৫), সেলিম (৩৪), মোঃ মনির হোসেন (৫২), নিলুফা (৪০), শিরিনা (৩০), সফিয়া (৩২), রহিমা (২৭), সেলিনা (২৮) জাহানারা (৩৯), মিতু (৩৪), মনিষা (৩৫), মহিমা (৩১), খাদিজা (৩৩), সেলিনা (৩৭), মারিয়া (৩২), খাদিজা (৩১) ও হারিজ আলম (৪০) এদের প্রত্যেকেই মুন্সিগঞ্জ জেলার।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com