‘মালয়শিয়ায় টিকা নেয়ার সময় অবৈধ অভিবাসীদের আটক করা হবে না’
প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: করোনা টিকা নেয়ার সময় অবৈধ অভিবাসীদের আটক না করার কথা জানিয়েছেন মালয়শিয়ার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী খায়রী জামালউদ্দিন। তিনি অবৈধ অভিবাসীদের নির্ভয়ে টিকা নিতে আসার আহ্বান জানান।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) স্থানীয় সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, ‘দেশটিতে বৈধ- অবৈধভাবে অবস্থান করা বিদেশি অভিবাসীরা যদি টিকার আওতায় না আসে তাহলে আমরা নিরাপদ নই। তবে বৈধ অভিবাসীরা ভ্যাকসিন নিতে আসবে। কিন্তু অবৈধভাবে অবস্থান করা অভিবাসীরা আটকের ভয়ে ঘরে বসে থাকবে।’
আগামী ২৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ায় করোনা টিকা পৌঁছানোর কথা রয়েছে এবং প্রথম টিকা নেবেন দেশটির প্রধানমন্ত্রী তান সেরি মহিউদ্দিন ইয়াসিন।