প্রবাসীদের হাত ধরে একটি গ্রামের বদলে যাবার গল্প

প্রবাসীদের হাত ধরে একটি গ্রামের বদলে যাবার গল্প

নাছির উদ্দিন আবির, প্রেসবাংলা২৪.কম: সমাজের দারিদ্রদের জীবন মান বদলে দিতে একটি সংগঠন প্রতিষ্ঠার মধ্য দিয়ে অনন্য নজির স্থাপন করলেন কুমিল্লা জেলার ব্রাম্মন পাড়া উপজেলা’র কিছু প্রবাসী রেমিটেন্স যোদ্ধা।
৫৬ হাজার  বর্গ মাইলের বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতির যোগান আসে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স থেকে। নিজেদের জীবন-যৌবনের সুখ বিসর্জন দিয়ে দেশটি কে এগিয়ে নিয়ে যেতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন লক্ষ লক্ষ রেমিটেন্স যোদ্ধা।
বাবা-মা, ভাই-বোন , স্ত্রী-সন্তান রেখে জীবন যুদ্ধে জয়ী হতে  সুদূর প্রবাসে পাড়ি জমান কুমিল্লা ব্রাম্মনপাড়া চান্দলা গ্রামের কিছু যুবক। জীবনের চাকা ঘুরাতে বিভিন্ন দেশে বিভিন্ন কাজে জড়িয়ে পড়েন তারা। কঠুর পরিশ্রম আর সততার মাধ্যমে অনেকেই বদলে ফেলেন তাদের ভাগ্য, নিজেদের ভাগ্য বদলের সাথে সাথে সমাজের দারিদ্রদের ভাগ্য বদলে ভাবনা থেকে “সেবাই আমাদের অঙ্গিকার”এ শ্লোগান কে বুকে ধারন করে  তারা প্রতিষ্ঠা করেন ‘চান্দলা প্রবাসী শ্রমজীবী সমবায় সমিতি লি:‘ নামে একটি সমাজ কল্যান মূলক প্রতিষ্ঠান ।
সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাদিকুর রহমান সরকার, প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম , ওসমান গনি ,নরুল ইসলাম ,মশিউর, মহিউদ্দিন হাসান, আবু হানিফ, সাইফুল, সবুজ, কবির ,মোতালেব, নাঈম ,বাবুল ,ইকবাল, আনিস ,আমজাদ ,ফরহাদ, কামরুল, শরিফ, শামীম, শাহীন, ইউসুফ, ইলিয়াস, মাসুম ,হাসেম ,মামন, ইব্রাহিম ,সাইদুল, জাহাঙ্গীর তাদের অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠিত হয়।
১৬ ই জানুয়ারী (শনিবার) ছিলো রেমিটেন্স যোদ্ধাদের প্রতিষ্ঠিত চান্দলা প্রবাসী শ্রমজীবী সমবায় সমিতি লি: এর ১ম বর্ষ পূর্তি ‘১ম বর্ষ পূর্তি উপলক্ষ্য শনিবার ব্রাম্মনপাড়া চান্দালা কে.বি. হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং শীত বস্ত্র ও মাস্ক বিতরণ অনুষ্ঠান। এতে ডা.আতাউর রহমান জসিম এর সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম বাবুর সার্বিক তত্ত্বধাবয়নে স্থানীয় যুবলীগ নেতা নজরুল ইসলাম সুমন ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; ব্রাম্মনপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া সিদ্দিকা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; উপজেলা সমবায় কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ, তরুন সমাজ সেবক ও আলী আজ্জম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জুনায়েদ আহমেদ জুয়েল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি ইমারজেপি ইনচার্জ মো. সাদেকুর রহমান চৌধুরী ও ৩নং চান্দলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তবা আলী শাহীন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে রেমিটেন্স যোদ্ধা-সন্তানদের নিয়ে  বর্ষ পূর্তির কেক কাটেন অতিথী বৃন্দরা। পরে দুঃস্থদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়।
এসময় এক ভিডিও বার্তায় চান্দলা প্রবাসী শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম বাবু সমাজের কল্যানে সংগঠন কে শক্তিশালী করতে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রবাস থেকে আরেক ভিডিও বার্তায় চান্দলা প্রবাসী শ্রমজীবী সমবায় সমিতির সাধারন সম্পাদক আক্তার হেসেন সংগঠনের কার্যক্রম তুলে ধরেন।
রেমিটেন্স যোদ্ধাদের প্রতিষ্ঠিত চান্দলা প্রবাসী শ্রমজীবী সমবায় সমিতির মাধ্যমে বদলে যাবে সমাজ’ বিদায় নিবে দারিদ্রতা এমটি ই প্রত্যাশা তাদের।
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com