সাংবাদিক ইলিয়াসের পরিবারের জন্য গৃহায়ণের আশ্বাস ইউএনও’র
বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: বন্দরে নিহত সাংবাদিক শেখ ইলিয়াসের পরিবারকে সমবেদনা জানালেন উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার। এসময় তিনি ইলিয়াসের পরিবারের বসবাসের জন্য গৃহায়ণ এর বন্দোবস্ত করার আশ্বাস প্রদান করেন।
হত্যাকান্ডের দীর্ঘ ১২দিন পর শনিবার বেলা দেড়টায় স্বশরীরে ইলিয়াসের জিওধরাস্থ বাস ভবনে ছুটে যান।
এ সময় তিনি ইলিয়াসের পরিবারের খোঁজ-খবর নেন এবং হত্যাকারীর যাতে কোনভাবেই ছাড় না পায় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। ইলিয়াসের স্ত্রী-সন্তানদের বসবাসের জন্য সরকারিভাবে গৃহায়ণ বন্দোবস্ত করার চেষ্টা করবেন বলে অবহিত করেন।
সাংবাদিক ইলিয়াসের পরিবারের খোঁজ-খবর নেওয়ার সময় ইউএনও শুক্লা সরকারের সঙ্গে উপস্থিত ছিলেন- বন্দর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরিন।