টাঙ্গাইলের মধুপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

টাঙ্গাইলের মধুপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি 

নাছির উদ্দিন আবির, প্রেসবাংলা২৪.কম: টাঙ্গাইল জেলার ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব মধুপুর’ এর আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি-২০২০ পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) মধুপুর উপজেলার বিভিন্ন স্থানে ফুল এবং ফলের গাছ রোপন করেন সংগঠনটি।
বৃক্ষ রোপন কর্মসূচি-২০২০ এর  উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আরিফা জহুরা। এসময় তিনি বলেন, ভালোকাজের জন্য তোমাদের মধ্যে যে দায়িত্ববোধ জাগ্রত হয়েছে এটি সত্যিই প্রশংসনীয়। তোমরা যারা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশুনা করছো সামনের দিনগুলোতে তোমরাই দেশের হাল ধরবে। তাই এখন থেকেই  যদি এমন দায়িত্ববোধের সাথে কাজ করতে পারো তবেই তোমাদের ভবিষত অপার সম্ভাবনাময় হবে। একই সাথে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি সকলকে বিভিন্ন সামাজিক ব্যাধি, বাল্যবিবাহ, মাদকসেবন নিরসনকল্পে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান তার বক্তব্যে বলেন, করোনাকালীন সময়ে  ছাত্রদের এই মহতী উদ্যোগ ভবিষ্যতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বৃক্ষরোপণ, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নির্মূলে  সচেতনতা মৃলক কার্যক্রমে অব্যহতি রাখবে। পরে অনুষ্ঠানের সভাপতি উপজেলা চেয়ারম্যান জনাব ছয়োয়ার আলম খান আবু শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন,  তোমাদের (শিক্ষার্থীদের) এই সেচ্ছাসেবী সংঘঠনটির সর্বপ্রকার জনসেবা ও জনসচেতনতা মূলক কাজে উপজেলা  পরিষদ থেকে সর্বাত্মক সহযোগীতা করা হবে। সেইসাথে  সামনের শীতে করোনা মহামারী পাদুর্ভাব আরো বেশি হতে পারে। সেইস্বার্থে জনসচেতনতা বৃদ্ধির জন্যও এই সংগঠনকে কাজ করার আহ্বান জানান জনাব ছয়োয়ার আলম।
সংগঠনটির সদস্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজন মাহমুদ জানান, বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্ভোধন হলো আজ, আগামী এক সপ্তাহ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আমাদের সংগঠনটিতে দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন। আমরা বিশ্বাস করি, আমাদের এই কর্মসূচি থেকে মানুষ উপকৃত হবে এবং জনসচেতনতা বৃদ্ধি সহ ভালো একটি ফলাফল বয়ে নিয়ে আসবে।
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com