৮ দিনেই করোনামুক্ত হলেন শ্রমিক নেতা পলাশ
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: মাত্র ৮দিনেই করোনামুক্ত হলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা কাউসার আহমাদ পলাশ। গত ১৬ জুন তিনি করোনা পজিটিভ হন। কয়েকদিন বাসায় আইসোলেশনে থাকার পরে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন।
বুধবার (২৪ জুন) প্রথম পরীক্ষায় তিনি করোনা নেগেটিভ হন।
পরীক্ষার পরে করোনা নেগেটিভ আসার বিষয়টি নিশ্চিত করে কাউসার আহমাদ পলাশ জানান, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি সুস্থ আছি। মানুষের দোয়া ও ভালবাসায় আমি আপ্লুত। করোনা হবার পরে যারা আমার জন্য দোয়া করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞ।