বঙ্গবন্ধুর নামে হচ্ছে পুর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধুর নামে না’গঞ্জে হচ্ছে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নারায়ণগঞ্জ বাসীর দাবী ও প্রত্যাশা পুরনে  নারায়ণগঞ্জে হতে যাচ্ছে সরকারী পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধুর নামেই হতে যাচ্ছে এই বিশ্ববিদ্যালয়টি।  নারায়ণগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে মতামত চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৫ জুন) এই সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে জরুরিভিত্তিতে মতামত চেয়ে ইউজিসি চেয়ারম্যানকে চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

চিঠিতে নারায়ণগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে ইউজিসিকে মতামত দিতে বলা হয়েছে।

এদিকে, নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি পাওয়ার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইউজিসির তথ্যানুযায়ী, দেশে এখন ৪৬টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com