খন্দকার খোরশেদ না’গঞ্জের বীর বাহাদুর : সেলিম ওসমান
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: করোনা মোকাবেলায় সাহসী পদক্ষেপ ও স্বশরীরে ভূমিকা রাখায় নারায়ণগঞ্জ সিটি কাউন্সিলর ও বি এনপি নেতা মাকছুদুল আলম খন্দকার খোরশেদকে এবার নারায়ণগঞ্জ ৫ আসনের এম পি একে এম সেলিম ওসমান তাকে বীর বাহাদুর উপাধি দিলেন ।
মঙ্গলবার ( ২১ এপ্রিল) বেলা ১২টায় নারায়ণগঞ্জের করোনাভাইরাস প্রতিরোধ ও পরিস্থিতি মোকাবেলায় করনীয় বিষয়ে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সেলিম ওসমান বলেন, করোনাভাইরাসের এ পরিস্থিতে সবচেয়ে বেশি কাজ করছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। তাই আমি তাকে বীর বাহাদুর উপাধি দিয়েছি। তিনি নারায়ণগঞ্জের বীরবাহাদুর।
তিনি আরো বলেন , আমার বাড়িতে কেউ মারা গেলে খোরশেদকে ছাড়া কোনো উপায় নেই। যদি কেউ মারা যায় তাহলে খোরশেদকে ডাকব। ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত সে একের পর এক লাশ দাফন করছে।