সারাদেশে একযোগে একই সময়ে করোনা মুক্তির দোয়া আয়োজনের আহবান হাজী মিজানের

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: মরণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য সারাদেশে একযোগে একই সময়ে দোয়া আয়োজনের জন্য প্রধানমন্ত্রীর কাছে আহবান জানিয়েছেন বন্দরের শিল্পপতি হাজী মিজান প্রধান।

এই ব্যবসায়ীর দাবি, অনেক চেষ্টা করার পরেও মরণঘাতী এ ভাইরাস থেকে মুক্তি মিলছে না। দেশের সব মানুষ যদি একই সময় একটি দোয়ায় অংশ নেয় তবে আল্লাহ আমাদের ক্ষমা করেও দিতে পারেন।

হাজী মিজান প্রধান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনার নিকট হাতজোর করে একটা অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমার পরিচয় দেওয়ার মতো কোন যোগ্যতা আমার নাই শুধু একটাই পরিচয় আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক।

মাননীয় প্রধানমন্ত্রী বতর্মান করোনা ভাইরাসের কারনে অনেক ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাহা আজ বিশ্ব মানুষ দেখছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার নিকট হাতজোর করে বিশেষ অনুরোধ করছি। একটা দিন একটা সময় করে আমাদের জাতীয় মসজিদ থেকে প্রচারের মধ্যেমে দোয়ার ব‍্যবস্থা করেন। আমরা বাংলাদেশের সব জনগণ, যে যেখানে থাকে সে জায়গা থেকে পবিত্র হয়ে এক সাথে তওবা করে মহান মালিকের দরবারে দুটি হাত তুলে দিয়ে চোখের পানি ছেড়ে মন থেকে দোয়া করি। হয়তো মহান আল্লাহ তালা সবার দোয়ার বরকতে আমাদের এই কঠিন বিপদ থেকে মুক্তি করে দিতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী। প্রতিটি দিন ঘুম ভেঙ্গে শুনছি মৃত্যুর কথা মন যে কোন ভাবে সাধারণ হতে পারছে না। কিন্তু এই দেশ পীর আউলিয়ার দেশ অনেক নেককার ঘুমিয়ে আছে বাংলার মাটিতে তাই এই দেশের মাটিতে বসে আল্লাহ দরবারে এক সাথে সবাই মিলে দোয়া করলে হয়তো সে মহান আল্লাহ তালা ফিরিয়ে দিবেন না আমার বিশ্বাস। মাননীয় প্রধানমন্ত্রী আবার আপনার কাছে হাতজোর করছি একটা বারের জন্য চেষ্টা করে দেখেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com