জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের নাসিক সিদ্ধিরগঞ্জে ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি দক্ষিন পাড়া এলাকায় বসতভিটার জায়গা নিয়ে বিরোধের জের ধরে আপন বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছে।

 

গত ৮ এপ্রিল বুধবার রাত আটটার সময় মিজমিজি দক্ষিন পাড়া এলাকায় নিজ বাসার সামনে আলী হোসেন (৪৬) পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার ছোট ভাই আলী আহম্মদকে পিছন থেকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোক আসলে আলী হোসেন পালিয়ে যায়। পরে আহত অবস্থায় প্রথমে সাইনবোর্ডের প্রোএকটিভ মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেয়।

 

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১ টায়  ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

নিহত ব্যক্তির নাম আলী আহম্মদ (৪৪)। তাঁরা উভই নাসিক ২ নং ওয়ার্ডের মিজমিজি দক্ষিন পাড়া এলাকার মৃত: কমির উদ্দিনের ছেলে।

 

এ ঘটনায় পর থেকে ঘাতক বড় ভাই আলী হোসেন পলাতক রয়েছেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত)আজিজুল হক বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের ছুরির আঘাতে ছোট ভাই আলী আহম্মদ খুন হয়েছেন। এ ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। মামলার প্রস্ততি চলছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com