না’গঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী বিটু গ্রেফতার

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: দীর্ঘদিন ভারতে আত্মগোপনে থাকা নারায়ণগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী সালাউদ্দিন বিটুকে গ্রেফতার করেছে সদর মডেল পুলিশ। । রহস্যজনক কারণে গ্রেফতারের বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা হয়নি।

 

বুধবার (৪ মার্চ) রাতে নগরীর নলুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর পুলিশের একটি টিম ।

 

তবে প্রথমে গ্রেফতারের বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করে পুলিশ। বুধবার (৪ মার্চ) রাতে সদর পুলিশের পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান এ প্রতিবেদককে বলেন, আমি এখানে নতুন আসছি। বিটু নামে কাউকে চিনি না।

কিন্তু তাকে বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যমে বিটুর গ্রেফতারের বিষয়ে সংবাদ এসেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,  তারা অন্যায় করেছে। মিথ্যা লিখেছে।

 

বিটু দীর্ঘদিন ধরে ভারতে আত্মগোপনে ছিল। খুব জরুরি প্রয়োজনে সে বাংলাদেশে এসে আবারও কৌশলে ভারতে পালিয়ে যায়।

 

স্থানীয় একটি সূত্র জানায়, ভারতে কলীন স্ট্রিটের ছোটি মসজিদ এলাকায় একটি কটেজের আংশিক মালিকানাও রয়েছে। ভারতে সে ওই কটেজেই থাকে। ওখানে বসেই সে বাংলাদেশের জমি ব্যবসা ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করতো।

 

র‌্যাব-পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী বিটু কয়েক বছর আগে পিস্তলসহ র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছিল। এছাড়াও ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি ৫শ’ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। একই বছর ১৯ আগস্ট তামাকপট্টি থেকে সাড়ে তিনশ’ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়। ওই বছরই রাজধানীর কদমতলিতে মাদকের একটি বিশাল চালানসহ গ্রেফতার হয়। এসব মামলায় জামিনে বেরিয়ে এসেই ভারতে আত্মগোপন করে সে। প্রায় দেড় বছর পরে আবারও সে পুলিশের হাতে পাকড়াও হলো।

 

সালাউদ্দিন বিটু তামাকপট্টি এলাকার আবিদ আলী চৌধুরী ওরফে হাবলু চৌধুরীর ছেলে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com