না’গঞ্জে সপ্তাহব্যাপী পণ্যমেলার উদ্বোধন
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে সপ্তাহব্যাপী পণ্যমেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর ইসদাইরস্থ ওসমানী স্টেডিয়ামে এ মেলার উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুল হালিম।
অনুষ্ঠানে সচিব বলেন, নারায়ণগঞ্জ একটি শিল্পসমৃদ্ধ জেলা। এ জেলায় বড় বড় শিল্প কারখানা রয়েছে। এখানকার মানুষদের মধ্যে শিল্প-উদ্যোক্তা হবারও প্রবণতা রয়েছে। শিল্পের উন্নয়ণের মাধ্যমে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হতে চাই। মধ্যম আয়ের দেশ মানেই শিল্পোন্নত দেশ।
জেলা প্রশাসক মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-বিকেএমইএর প্রথম সহসভাপতি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, জেলা জজ আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন, অতিরিক্ত পুলিশ সুপার সুভাস চন্দ্র সাহা, এমএমই মেলার ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম, বিসিকের চেয়ারম্যান মোস্তাক হোসেন প্রমুখ।
মেলা উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলছে। মেলায় ক্রেতাদের আকৃষ্ট করতে প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।