ফতুল্লা থানা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের আহবায়ক কমিটি ঘোষণা

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম:  মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের ৯ সদস্য বিশিষ্ট ফতুল্লা থানা আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলা শাখা। সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি নূরে আলম আকন্দ’র হাত থেকে কমিটি বুঝে নেন ফতুল্লা থানা কমিটির নব নির্বাচিত আহবায়ক মোঃ আরিফ।

 

 শুক্রবার (২৪ জানুয়ারী) সন্ধ্যায় শহরের বাগানবাড়ি রেস্টেুরেন্টে এ কমিটির অনুমোদন দেয়া হয়।

 

নব নির্বাচিত আহবায়ক মোঃ আরিফ বলেন, যে দায়িত্ব আমাকে দেওয়া হলো আমি তা সঠিক ভাবে পালন করব। সেই সাথে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে বলতে চাই এই মহান নেতার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। তার ডাকে সাড়া দিয়ে সেদিন মুক্তিযোদ্ধারা দেশের জন্য যুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছিলেন। আমরা মুক্তিযোদ্ধাদের প্রযন্ম যারা আছি তারা  জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনগুলো দেশের সেবায় নিয়জিত থেকে কাজ করে যাব ।

 

এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, রাশেদুল ইসলাম সুমন, মো. রাব্বি, মো. ওমর ফারুক, সদস্য আ: হাকিম কিরন, মো. কবির হোসেন, মো. মোক্তার হোসেন প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com