বক্তাবলীতে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষনার্থীদের সনদ বিতরণ

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সদর উপজেলার বক্তাবলীর কানাইনগরে জাতীয় যুব ও কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।

 

সোমবার (১৩ জানুয়ারি) বিকালে প্রতিষ্ঠানটির কানাইনগরস্থ কার্যালয়ে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ইউপি সদস্য রাসেল চৌধুরী।

 

এসময় রাসেল চৌধুরী বলেন, তথ্য ও প্রযুক্তিতে এ দেশ অনেকদূর এগিয়েছে। বর্তমান সরকার এ খাতকে গুরুত্ব দিয়ে দেশের তরুণদের প্রশিক্ষিত করে তুলছে। বর্তমান তথ্য প্রযুক্তির এই সময়ে আইটি শিক্ষার কোন বিকল্প নেই।

 

তিনি এ প্রতিষ্ঠানটির ও প্রশিক্ষনার্থীদের সাফল্য কামনা করেন।

 

প্রতিষ্ঠানের পরিচালক মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইনগর যুব ও সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহিম, সমাজসেবক মোঃ ফয়সাল চৌধুরী, গ্রাম পঞ্চায়েত সদস্য আব্দুল মজিদ ।

 

অনুষ্ঠানে পবিত্র কোরান থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন কানাইনগর কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আজাদ।

 

 

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের কর্মকর্তা সজিব হোসেন। অনুষ্ঠানে ১৭জন প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ তুলে দেয়া হয়।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com