বক্তাবলীতে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষনার্থীদের সনদ বিতরণ
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সদর উপজেলার বক্তাবলীর কানাইনগরে জাতীয় যুব ও কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) বিকালে প্রতিষ্ঠানটির কানাইনগরস্থ কার্যালয়ে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ইউপি সদস্য রাসেল চৌধুরী।
এসময় রাসেল চৌধুরী বলেন, তথ্য ও প্রযুক্তিতে এ দেশ অনেকদূর এগিয়েছে। বর্তমান সরকার এ খাতকে গুরুত্ব দিয়ে দেশের তরুণদের প্রশিক্ষিত করে তুলছে। বর্তমান তথ্য প্রযুক্তির এই সময়ে আইটি শিক্ষার কোন বিকল্প নেই।
তিনি এ প্রতিষ্ঠানটির ও প্রশিক্ষনার্থীদের সাফল্য কামনা করেন।
প্রতিষ্ঠানের পরিচালক মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইনগর যুব ও সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহিম, সমাজসেবক মোঃ ফয়সাল চৌধুরী, গ্রাম পঞ্চায়েত সদস্য আব্দুল মজিদ ।
অনুষ্ঠানে পবিত্র কোরান থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন কানাইনগর কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আজাদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের কর্মকর্তা সজিব হোসেন। অনুষ্ঠানে ১৭জন প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ তুলে দেয়া হয়।