চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পৌছেছেন মন্ত্রী গাজী

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: নিউমোনিয়ায় আক্রান্ত গুরুতর অসুস্থ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) চিকিৎসার জন্য সিঙ্গাপুর পৌছেছেন।

 

রোববার (১২ জানুয়ারি) সকালে একটি এয়ার এ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেয়া হয়।

 

মন্ত্রীর একান্ত সচিব এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, মন্ত্রীকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে।

 

এমদাদুল হক জানান, গত পনেরো দিন আগে অসুস্থ হলে মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসার পর অবস্থার উন্নতি না হলে পরবর্তীতে ভর্তি করা হয় গেন্ডারিয়ায় আসগর আলী হাসপাতালে। শনিবার ভোরে মন্ত্রীর শারীরিক অবস্থার আরো অবনতি দেখা দেয়। তাঁর শ্বাস-প্রশ্বাস নিতে প্রচন্ড কষ্ট হচ্ছে। ভোরেই তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত হয়।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com