সাবধান না হলে আরেকটা ১৫ আগষ্ট: শামীম ওসমান

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আরেকটা ১৫ আগস্টের শঙ্কা প্রকাশ করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, মাথার উপরে শকুন ঘুরছে আরেকটা ১৫ আগস্ট করার জন্য। এবারের টার্গেট শেখ হাসিনা। তখন বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারবে কিনা সন্দেহ। তাই এই দেশের জন্য, ভবিষ্যত প্রজন্মের জন্য আমাদের একটু সাবধান হওয়া দরকার, সচেতন হওয়া দরকার।

 

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুঁইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাইল রাফেল প্রমুখ।

 

শামীম ওসমান বলেন, মুক্তিযুদ্ধের নাম করে যারা সম্পদ কামিয়েছে বঙ্গবন্ধু হত্যায় তাদের অবদান কিন্তু কম না। শুধু রাজাকার, আল-বদর, আল-শামসের দায়ি করলে চলবে না। লুটেরাদের লুটেরাই বলা উচিত। সত্যকে সত্য বলার সাহস নেন।

 

তিনি আরও বলেন, রাজনীতি করতে এসে সত্যি বলতে না পারলে কথা বলে লাভ নেই। কেউ পাকিস্তান, আমেরিকা, রাশিয়া, ভারতপন্থী সত্য কথা বলে। কিন্তু বঙ্গবন্ধুর সাথে তাদের পার্থক্য একটাই বঙ্গবন্ধু কোন দেশের পন্থী না হয়ে জনগণের পক্ষে ছিলেন। তেমনি শেখ হাসিনা জাতির নেত্রী। শেখ হাসিনাকে আওয়ামী লীগের প্রয়োজন নেই, প্রয়োজন জনগণের।

 

শামীম ওসমান বলেন, যে দেশে খন্দকার মোশতাক, মীর জাফররা জন্ম নেয় সেই দেশে আমার ভয় হয়। এই দেশে দুইটা শ্রেণী আছে। একটা বিশ্বাসঘাতক আর বিশ্বাসভাজন। বিশ্বাসঘাতকরা অনেক নাটক করতে পারে। পেছন দিক থেকে যারা ছুরি মারে তারা মারাত্মক ক্ষতিকর। কথায় আছে ঘরের শত্রু বিভীষন। এরা আনাচে-কানাচে সব জায়গায় থাকে।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com