নয়নের জানাজায় শোকার্ত মানুষের ঢল
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদলের জেষ্ঠ্য পুত্র মোছাব্বির আলম নয়নের জানাজায় শোকার্ত মানুষের ঢল নামে।
সোমবার (৬ জানুয়ারি) দুপুর ২টায় কাশীপুর ঈদগাহ মাঠে জানাজায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
জানাজায় উপস্থিত হন-জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো: শহীদ বাদল, সহসভাপতি মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান নাজিমউদ্দিন আহমেদ, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা চন্দন শীল, সমবায় ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেম, আওয়ামী লীগ নেতা এম এ রাসেল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লিটন, জেলা পরিষদের সদস্য মো: জাহাঙ্গীর হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: জুয়েল হোসেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহমেদ লিটন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিউল্লাহ শফি, সাবেক ধর্মবিষয়ক সম্পাদক আবুল হোসেন প্রধান, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মো: শরীফুল হক, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহসভাপতি শরীয়ত উল্লাহ বাবু, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আইয়ুব আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সাত্তার, সাংগঠনিক সম্পাদক হাজ্বী গিয়াসউদ্দিন, কাশীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজ্বী শামীম আহমেদ, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফাজউদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিমউদ্দিন, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজ্বী মিছির আলী, কাশীপুর ইউনিয়ন শিক্ষাবিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, আওয়ামী লীগ নেতা সরদার সালাউদ্দিন প্রমুুখ।
জানাজায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও অন্যান্য রাজনৈতিক দল এবং স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত সোমবার ভোরে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মাত্র ৪৫ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোছাব্বির আলম নয়ন।