ব্যক্তি-পরিবার ও রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: চরমোনাই পীর

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর হযরত মাওলানা মুফতি রেজাউল করিম পীর চরমোনাই বলেছেন, দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে। ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফতুল্লার শিবুমার্কেট এলাকায় জেলা কার্যালয়ে এ সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি হযরত মাওলানা আনোয়ার হোসাইন জিহাদি।
জেলা সেক্রেটারি মাওলানা শাহ আলম কাচপুরীর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন-প্রধান বক্তা কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হযরত মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা সানাউল্লাহ নূরী, আলহাজ্ব আলী হোসেন কাজল মাস্টার, আলহাজ্ব আব্দুর রশিদ, মো. শফিকুল ইসলাম প্রমুখ।