ছেলে মেয়েকে নিয়ে আশ্রয়কেন্দ্রের শিশুদের সাথে খাবার খেলেন ডিসি

প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল সরকারি আশ্রয় কেন্দ্রে  বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করতে নিজের ছেলে-মেয়েকে নিয়ে  দুঃস্থ শিশুদের সাথে মাটিতে বসে খাবার খেলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন।

সোমবার (১৬ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জের গোদনাইল সরকারি আশ্রয় কেন্দ্রে জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন নিজের ছেলেমেয়েদেরকে নিয়ে যান ।

জেলা প্রশাসক জসিম উদ্দিন আশ্রয়কেন্দ্রের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বলেন, বিজয়ের আনন্দের চেয়ে বড় আনন্দ আর কিছু নাই। আনন্দ ভাগাভাগি করতে আজ আমার ছেলে জুহের আব্রাহাম আয়ান ও জারা আব্রাহাম এসেল মেয়েকে নিয়ে গিয়েছিলাম গোদনাইল সরকারি আশ্রয় কেন্দ্রে। সেখানে একসাথে বসে খাবার খেয়েছি, তাদের খোঁজখবর নিয়েছি। তাদের জীবনা চরণের সাথে সন্তানদের পরিচয় করিয়েছি। ওদের জন্য আমাদের সবারই অনেক কিছু করার আছে। সবাই এগিয়ে আসলে এ অবস্থার পরিবর্তন হতে বাধ্য।

জেলা প্রশাসকের এই ব্যতিক্রমধর্মী উদ্যেগেকে স্বাগত জানিয়ে তাকে সাধুবাদ জানিয়েছেন তাঁর সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। মানুষে মানুষে ভেদাবেদ নেই তাই তিনি বুঝাতে চেয়েছেন তার সন্তান এবং সকলকে ।

এ বিষয়ে  জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, আমার ছেলে মেয়েকে নিয়ে ওখানে গিয়েছি  যাতে বুঝতে পারে ওদের চেয়ে আমাদের এই সমাজে অনেক গরীব মানুষ আছে। যারা নানা সংকট প্রতিকূলতার মধ্যে কীভাবে বড় হচ্ছে। মানুষ মানুষে কোন ভেদাবেদ নেই এবং একই সাথে আশ্রয় কেন্দ্রের ওই শিশুরা যাতে বুঝতে পারে আমরা ওদের পাশে আছি। সমাজে ওরা অবহেলিত নয়। আমরা সবাই এগিয়ে এলে আমাদের এই সমাজের  কিছুটা পরিবর্তন সম্ভব।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com