সাংবাদিক ওয়ারদে রহমান এর ভাগিনা বৃত্তি পেয়েছে
নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সাংবাদিক ওয়ারদে রহমান এর একমাত্র ভাগিনা মোঃ মাহারুছ রাশেদ নারায়ণগঞ্জ জেলা কিন্ডারগার্টেন এস্যোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরিক্ষায় এ গ্রেডে ২য় শ্রেণি থেকে বৃত্তি পেয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নগরীর শেখ রাসেল পার্কে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাহারুছ সস্তাপুরের এরিবস ইন্টারন্যাশনাল স্কুলে ২য় শ্রেণির ছাত্র । মাহরুছের মা মাসুমা রহমান এই স্কুলের শিক্ষক । তার বাবা রাশেদ আজিজ একজন ইনকাম টেক্স এডভাইজার।
মাহরুছের জন্য তার পরিবার ও মামা ওয়ারদে রহমান সবার কাছে দোয়া চেয়েছেন ।