পরীক্ষায় উত্তীর্ণ হতে হতে এগিয়ে চলছেন আনোয়ার
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: পরীক্ষায় উত্তীর্ণ হতে হতে এগিয়ে চলছেন আনোয়ার হোসাইন। ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগ দীর্ঘ ২৮ বছরের সংগ্রামের পথ। এই দীর্ঘপথে সংগ্রাম ও আদর্শের পরীক্ষায় বার বার উত্তীর্ণ হয়েছেন সদর উপজেলার বক্তাবলীর পরিশ্রমী আওয়ামী কর্মী আনোয়ার হোসাইন।
আগামী ইউনিয়ন আওয়ামী লীগের আসন্ন সম্মেলন উপলক্ষ্যে সাধারণ সম্পাদক পদে আলোচিত কয়েকটি নামের মধ্যে আনোয়ার হোসাইন বেশ এগিয়ে। দীর্ঘ ২৮ বছরের এই সংগ্রামের পথে যতবারই দায়িত্ব এসেছে, পরীক্ষা হয়েছে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে।
১৯৯১ সালে বক্তাবলী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবার মধ্য দিয়ে রাজনীতির মাঠে আসেন এই পরিশ্রমী মুজিব সৈনিক। সেই পথচলা শুরু। বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিটি সভা সমাবেশে অত্যন্ত মিষ্টভাষী ও তুখোড় একজন বক্তা হিসেবে পরিচিত হয়ে উঠেন। সভা-সমাবেশে স্লোগান-উপস্থাপনায় ধীরে ধীরে সামনের কাতারে আসতে শুরু করেন।
সাদামাটা সুশৃঙ্খল জীবন যাপনে অভ্যস্ত তরুণ-যুবকদের আস্থায় পরিণত হতে শুরু করেন। তাকে ঘিরে যুবক-তরুণ ও ছাত্রদের একটি বলয় তৈরি হতে থাকে। কয়েক বছরের মধ্যে আনোয়ার হোসাইন নবীন কর্মীদের সামনে একটি উদাহরণ ও আর্দশের নাম হয়ে উঠে।
১৯৯২-৯৩ সালে বক্তাবলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৫ সালে ফতুল্লা থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক হিসেবে ও তিনি দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯৯ সালে বক্তাবলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সবশেষ ২০০৩ সালে ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। যা অদ্যাবদি পালন করে চলছেন।
ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এম শওকত আলীর আস্থাভাজন কর্মী হিসেবেও আনোয়ার হোসাইন দীর্ঘদিন ধরে এলাকায়ও বেশ সক্রিয়।
শুধু রাজনৈতিক কর্মকা-ই নয়, সামাজিকভাবেও এলাকায় নানা ইস্যুতে তৎপর রয়েছেন। এলাকায় সন্ত্রাস নির্মূল, মাদক নিয়ন্ত্রণ ও সামাজিক সংগঠনগুলোতে তিনি মেধার পরিচয় দেন। আওয়ামী লীগ সরকারের মাদকবিরোধী অভিযানকে বেগবান করতে এলাকায় গঠন করেন মাদক নির্মূল কমিটি। বক্তাবলী ইউনিয়ন মাদক নির্মূল কমিটির সভাপতি হয়ে এলাকায় মাদক নির্মূলে বলিষ্ঠ ভূমিকাও রাখেন।
এছাড়াও পদক্ষেপ সাহিত্য সংসদ, বহুব্রীহি সেবা সংঘ, জাগ্রত কলমে ভাসে যার ¯্রােত, বক্তাবলী পরগনা ডায়াবেটিক সমিতি, নারায়ণগঞ্জ জেলা অনলাইন আওয়ামী টিম বোট এর প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
তবে সবচেয়ে কৃতিত্বের বিষয় দীর্ঘ ২৮ বছরের আওয়ামী পথচলায় তার বিরুদ্ধে সন্ত্রাস-চাঁদাবাজি ও অন্যান্য অপকর্মের কোন অভিযোগ নেই।
স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা মতে, দীর্ঘ এই সময়ের পথচলায় বার বার উত্তীর্ণ হয়েছেন। আগামীতে যদি তাকে ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্ব দেয়া হয়, তবে দল একদিকে সংগঠিত হবে অন্যদিকে পরিচ্ছন্ন নতুন কর্মীও বেরিয়ে আসবে তার হাত ধরে।