বাপ্পী রায় চৌধুরী মহানগর বিএনপির উপদেষ্টা

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সদ্যঘোষিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উপদেষ্টা হয়েছেন শিল্পপতি ও নির্মাতা বাপ্পী রায় চৌধুরী। বাপ্পী রায় চৌধুরী প্রয়াত শিল্পপতি ও বিএনপি নেতা রণবীর রায় চৌধুরীর পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল।
৩০ অক্টোবর বিএনপি মহাসচিব এড. আবুল কালামকে সভাপতি ও এটিএম কামালকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যের ওই কমিটি অনুমোদন করেন।
কমিটির উপদেষ্টা হিসেবে ১৮জনকে রাখা হয়েছে। এদের মধ্যে তৈমূর আলম খন্দকার, আব্দুল মজিদ, জামাল উদ্দিন কালু, আব্দুল করিম চেয়ারম্যান, আনোয়ার হোসেন ও জসিমউদ্দিন খাঁন উল্লেখযোগ্য।
তবে এ বিষয়ে বাপ্পী রায় কোন মন্তব্য করতে রাজি হননি।
কুমিল্লার জমিদার পরিবারের সন্তান রণবীর রায় চৌধুরী দীর্ঘকাল আগে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে এসে বসবাস ও ব্যবসা-বাণিজ্য শুরু করেন। বিএনপি নেতা বাবু গয়েশ^র চন্দ্র রায় ও নিতাই রায় চৌধুরীর হাত ধরেই তিনি বিএনপির রাজনীতিতে প্রবেশ করেন। কিন্তু মাঠে খুব একটা সক্রিয় ছিলেন।