আমার ঘরে আমি নিষিদ্ধ – ইকবাল হোসেন

আমার ঘরে আমি নিষিদ্ধ

ইকবাল হোসেন

 

 

কে আছে আমার মতো–

নির্দয় যার প্রাপ্যতা

অসংলগ্ন করে দেয়।

 

কে আছে আমার মতো—

স্বল্প জ্ঞানী, বধির,

অন্ধ আর কৃপণ।

 

কে আছে আমার মতো—

কুলাঙ্গার যাকে দিয়ে,

সমাজ সংস্কৃতিতে বিভ্রাট,

বিশ্রীঙ্খলার জন্মো দেয়।

 

কে আছে আমার মতো—

কল্প কাহিনী বানিয়ে মানুষ্য যন্ত্রে,

যন্ত্রনার জন্ম দেয়।

 

কে আছে আমার মতো—

বাঁক শক্তি ধব্বংশ করে নির্বাক,

নিরন্ন পথের প্রহরী হতে।

 

কে আছে আমার মতো—

ভূমে এসে ওয়াও-ওয়াও শব্দ শিখে

আজও সেই শব্দের বিস্ফোরণ,

বিশ্লেষণ ঘটায়নি।

 

কে আছে আমার মতো—

অসত্য, অপ্রিয় নির্মাতা।

আমার ঘরে আমি নিষিদ্ধ

তাই বাঁক রুদ্ধ কর ছন্দের জন্ম।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com