রাসেল পার্ক রক্ষায় ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র মানব বন্ধন বুধবার
প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: নিজেদের অধিকার ও নাগরিক সুবিধার দাবিতে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ মানববন্ধন করতে যাচ্ছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) একবিজ্ঞপ্তিতে জানানো হয়-বুধবার বিকেল ৩ টায় ডি,পি রোডে মানব বন্ধন অনুষ্ঠিত হবে। কর্মসুচিতে সকলের উপস্হিতি কাম্য।
সংগঠনের সভাপতি নুর উদ্দিন আহমেদ জানান, ১৯৯২ সাল খেকে এখানে পার্কের দাবিতে আন্দোলন করছি। পার্ক হয়ে আমাদের দাবি পূর্ণ হয়েছে। এখন যে কোন মূল্যে এ-ই সম্পদ রক্ষা করা হবে। শান্তিপূর্ণ ভাবে আমরা আমাদের কথা বলবো। না হলে পরে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেয়া হবে।