অবশেষে গ্রেপ্তার দেখানো হলো মাদক ব্যবসায়ী মেহেদীকে
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: অবশেষে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র এসআই আরিফুর রহমান ১’শ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার দেখিয়ে মাদক মামলা দিয়েছে ফতুল্লার চিহ্নিত মাদক ব্যবসায়ী মেহেদীর (২৬) বিরুদ্ধে। তাকে গ্রেপ্তারের পর নানা ধরনের লুকোচুরি শুরু করে এসআই আরিফ। এমনকি মোটা অংকের উৎকোচের বিনিময়ে মেহেদীকে ছেড়ে দেয়ার দেনদরবার চালায়। এতে করে তথ্য নেয়ার জন্য সংবাদকর্মীরা ফোন করা হলে কারোর ফোন রিসিভ করেনি। এতে করে সৃষ্টি হয় রহস্য। তবে সংবাদকর্মীদের চাপের মুখে এসআই আরিফ মেহেদীর বিরুদ্ধে মামলা দিতে বাধ্য হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) বিকেলে আরিফ ডিবির এক অফিসারকে বাদী করে মেহেদীকে ১’শ পিছ ইয়াবা উদ্ধার দেখিয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।
গ্রেপ্তারকৃত মেহেদী ফতুল্লার ধর্মগঞ্জের পাকাপুল এলাকার আবুল কালামের ছেলে। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
সূত্রমতে জানা গেছে, শনিবার গভীর রাত ফতুল্লার ধর্মগঞ্জ পাকাপুল এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র এসআই আরিফুর রহমানসহ তার টিম। এসময় চিহ্নিত মাদক ব্যবসায়ী মেহেদীকে গ্রেপ্তার করা হয়। আর এমন সংবাদে রোববার সকাল বেলা সংবাদকর্মীরা এসআই আরিফুর রহমানের কাছে তা জানতে চাওয়া হলে পরে জানাচ্ছি বলে ফোন কেটে দেয়। এরপর সারাদিন কোন সংবাদকর্মীর ফোন রিসিভ করেনি।
আর মেহেদীর স্বজন ও ডিবি পুলিশের সূত্রে জানা গেছে, মেহেদী ছেড়ে দিতে দেনদরবার চলছে। আরিফ মেহেদীর স্বজনদের কাছে ৫ লাখ দাবি করছে। আর মেহেদীর স্বজনরা দুই লাখ দিতে রাজি হয়েছে। তাদের দনদরবারে মেহেদীর গ্রেপ্তারের বিষয় নিয়ে লুকোচুরি শুরু করে ডিবির এসআই আরিফ। রাত ১০টা পর্যন্ত আরিফের দাবিকৃত উৎকোচ না পেয়ে রাত ১১ টার পর সংবাদকর্মীদের ফোন রিসিভ করেন এবং জানিয়েছে মেহেদীকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে স্বীকার করে। আর তাকে নিয়ে অভিযান চালানো হবে এবং সোমবার মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান জানান, মেহেদীকে ১’শ পিছ ইয়াবা ও তার সহযোগি অপু মন্ডলের কাছ থেকে ২০পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের হয়েছে।